কেউ একজন বলুক---
আপনি থেকে মধুর "তুমি'
কেউ না বলুক, তুমি দেখতে সুন্দর
সেটা তো আমার মালিক বলে দিয়েছেন
অন্তত কেউ বলুক তুমি খুব ভালো।
কেউ একজন বলুক---
তুমি সত্যিই ভালো মানুষ
কেউ না বলুক, তুমি জ্ঞানীদের একজন
আল্লাহ বলেছেন, আমি বুদ্ধি বিবেকবান
অন্তত কেউ বলুক তুমি সুন্দর মনের।
কেউ একজন বলুক---
তুমি খুব ভালো লেখো
সবাই না পড়ুক আমার কীবোর্ডের কথন
আমিই আমার লেখার সর্বোত্তম পাঠক
অন্তত কেউ বলুক কিছু সত্য লিখেছো।
রচনাকাল: ০৭।০৬।২০২১ ইং
বঙ্গকানাই লিটলম্যাগ, ০৯ জুন ২০২১ ইং
দৈনিক মানভূম সংবাদ, ২৩ মার্চ ২০২২ ইং