আকৃতি ধারণ করে চলছে শুধু
মানুষ নাই, কোথাও কোন মানুষ নাই!
পৃথিবীর শহর-বন্দর, গ্রামে-গঞ্জে,
পাড়া মহল্লা, অলি-গলি, দোকানপাটে;
নদী-সাগর, বনে-জঙ্গলে, পাহাড়-পর্বতে
মানুষ নাই, কোথাও কোন মানুষ নাই।
পেলাম না কোথাও প্রকৃত মনুষ্যরূপ
মানুষের আকাল, বড় অভাব মনুষ্য পরিচয়।

সংসদে নাই মানুষ, যতসব চোর, বদমাস,
ক্ষমতালোভী, ড্রাগলর্ড, সিন্ডিকেটার, দেশদ্রোহী।
রাস্তা-ঘাটেও মানুষ নাই, লম্পট, বখাটে
ইভটিজার, কিডনাফার, গুন্ডা, ছিনতাইকারী;
প্রসাশনেও নাই মানুষ, একদমই নাই হুশ
আছে ঘুষখোর, অর্থলোভী, হয়রানির শিকারী।
শিক্ষা প্রতিষ্ঠানেও আজ মানুষের আকাল
যেন সব ব্যবসায়ী, ধর্ষক মাংসাশী প্রাণী;
চিকিৎসা কেন্দ্রেও মানুষের অস্তিত্ব বিলীন
মানুষ নাই, আকৃতি ধারণ করে চলছে শুধু।

মসজিদেও মানুষ পাওয়া দায়, মানুষ নাই
চোর, সুদখোর মহাজনে ভরা দেখি কমিটি;
গির্জা প্যাগোডা মন্দিরেও খুঁজে দেখি
বারবার খুঁজি- মানুষ নাই,
মন্দিরে মহাদেবও কোল্কে ভরা গাঁজা টেনে
যেন গভীরধ্যানে পড়ে আছে বারান্দায়।
মানুষ তুমি কোথায় হারিয়ে গেলে?
পৃথিবী বিলুপ্তির পথে, মানুষ বিলুপ্ত অনেক আগে
আকৃতিটাই ধারণ করে চলছে শুধু
মানুষ নাই, সত্যিই কোথাও কোন মানুষ নাই।

রচনাকাল: ০৪।০৬।২০২০ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, ২৩ জানুয়ারি ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ, ২৩ জানুয়ারি ২০২১ ইং