অবরুদ্ধ পৃথিবীর -ক্ষমতা দাপট
কোথায় অস্ত্র বারুদ মিত্রের সাপোর্ট?

কোথায় সে এ্যাটমবোম, সমর সৈনিক
যাদের হাতে মানুষ মরেছে দৈনিক?

অদৃশ্য শক্তির খেলা সামান্যতে শুরু
তাতেই এমন হাল? বুক দুরুদুরু!

এতো শীঘ্রই অচল সকল প্রযুক্তি?
উপায় জানে না কেউ, কিসে হবে মুক্তি!

ল্যাবে শেষ রাতদিন, কেউ খোঁজে সূত্র
জ্ঞানীর বেশে মুর্খরা গিলছে গোমূত্র!

কেউ খোঁজে কার ঘরে জন্মেছে করোনা
কেউ বলে হাত ধোও, মাস্কটা ছেড়ো না।

ঘরে থাকো সারাক্ষণ বাইরে এসো না
একাধিক লোকজন একত্রে বসো না,

কত শত নিয়মের মহড়া চলছে
লিফলেট হাতে দিয়ে মাইকে বলছে।

পৃথিবীর প্রাণীকুল হয়ে আছে রুদ্ধ
জানি না থামবে কবে এ নিরব যুদ্ধ,

পাপী যত অসহায় করোনার হালে
আমরা নিরব বন্দী আকাশের জালে।

রচনাকাল: ২৮।০৩।২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৯ এপ্রিল ২০২০ ইং