বেঁচে থাকব হয়তো, বেঁধেছি সে আশা মনে
একদিন এই নিকষ কালো অন্ধকারে নিথর-
পড়ে থাকা করোনার অপ্রত্যাশিত দিনগুলো;
ভূতুড়ে অবয়বে ভেসে উঠবে স্মৃতির অরণ্যে।
জীবন যখন ক্লান্তির চাঁদরে
একটু অবকাশ চাইবে।
শরীরে লেপ্টে থাকা মৃত্যুপুরে
বারবার ফিরে যেতে চাইবে।।
পৃথিবীর সব কাজ, সমস্ত ব্যস্ততা ছুটি দেবে
বন্দুকের নল থেকে নিক্ষিপ্ত পরিত্যক্ত বুলেট-
ভেবেই ফেলনা হবো যা বন্দুকে ফিরানো অসম্ভব;
যেমন অসম্ভব হায়েনার মুখের শিকারকৃত হরিণ।
সেদিনও অসহায় হয়ে পড়বো
ঠিক যেমন আজকে আছি রুদ্ধ।
সবাই তো পালিয়ে বাঁচার চেষ্টায়
কিসের আবার ঘরে বসে যুদ্ধ?
মনে পড়বে হয়তো সেদিন- করোনার দিনগুলো
বেঁচে বেঁচে মরছি আজ যেভাবে, মলিন পৃথিবীর-
বিষাক্ত ছোঁবলে, এতো আলোতেও দেখি আঁধার;
এতো খাদ্য গুদামের মাঝেও দেখছি অভুক্ত প্রাণ।
করোনার এ মুমূর্ষ দিনগুলো
ভুলবো না, ভুলে থাকার নয়
ইতিহাস হয়ে রবে স্মৃতির ডানায়
কখনো কোন দিনও হবে না ক্ষয়।
রচনাকাল: ২৬।০৪।২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ৩০ জুলাই ২০২০ ইং