বয়সের অঙ্ক বার্ধক্যে পৌঁছেছে
পৃথিবী ও তার প্রতিবেশী গ্রহ-নক্ষত্র
আজকাল পৃথিবী যেন অন্যমনস্ক
রূপবতী কিশোরীর মত সে আর সজ্জিত নয়।
ভোরের শিশির যেন রূক্ষ ও মৃত
গোধূলির আলতা যেন বিষ-ব্লু
সন্ধ্যার প্রকৃতি এক অদ্ভুত কৃত্রিমতায় লীন।
প্রতিটি বারান্দায় ঝাপটে আছে কুয়াশা
প্রতিটি হৃদয়ে দূর্গন্ধময় ডাস্টবিন স্তূপ
প্রতিটি মুহূর্ত যেন ভৌতিক আওয়াজ মিশ্রিত।
পৃথিবীর মহাকাশ চাঁদ তারার আড়ালে
বার্ধক্যের ধূম্রজালে বন্দী, শুধু---
শুধু কয়েকটি শব্দ- ড্রোন, ক্ষেপণাস্ত্র, ক্ষমতা, রক্ত, ধ্বংস
বিক্ষুব্ধভাবে পড়ে আছে ইসরাফিলের ঠোঁটে।
রচনাকাল: ১০।০১।২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি, ২৮ জানুয়ারি ২০২১ ইং
আজকের প্রত্যাশা, ২৬ ফেব্রুয়ারি ২০২১ ইং
দৈনিক যুগের আলো, ১৫ মে ২০২৩ ইং