কবিতা আর কী লিখবো?
কালো কালির বদলে বলপেন আজ রক্তাক্ত!
পৃথিবীর প্রাণ শতকোটি মুসলিমের রন্ধ্রে রন্ধ্রে
কবিতা! সেতো জ্বলছে অনিবার্ণ!
কবিতা আর কী লিখবো?
কবিতা তো জ্বলছে আগ্নেয়গিরি হয়ে শতকোটি
মানুষের বুকের পাঁজরে, শিরা-উপশিরায়!
কবিতা জ্বলছে কাশ্মীর দিল্লির রক্তাক্ত রাস্তায়!
কবিতা আর কী লিখবো?
কবিতা তো জ্বলছে আরাকানের রোহিঙ্গা পল্লীতে
জ্বলছে আফগানস্থানের প্রতিটি ধূলিকণায়!
কবিতা প্রতিনিয়ত পুড়ছে চীনের উইঘুর-এ!
কবিতা আর কী লিখবো?
কবিতা হাহাকার করে কেঁদে কেঁদে মরছে
বন্দুক-বোমায় নিজভূমে পরবাসী ফিলিস্তিন নগরে!
কবিতা! সেতো জ্বলছে দাউদাউ কর্কশ শব্দে!
কবিতা আর কী লিখবো?
কবিতা তো জ্বলছে এ বুকের উত্তপ্ত সমরে
তথাকথিত কবির, তসলিমা'রা আজ কোথায়?
কবিতা! আজ জ্বলছে পৃথিবীর প্রাণজুড়ে!
কী আর লিখবো কবিতা?
লিখতে লিখতে, কাঁদতে কাঁদতে বড় ক্লান্ত!
হে আমাদের রব, তুমি জীবন-মরণ, আদী-অন্ত
এবার তুমি কিছু ভয়াবহ কবিতার জন্ম দাও।
যে কবিতা আমরা পড়বো না, আবৃত্তি করবো না
যে কবিতা আমরা শান্তিতে দুচোখ ভরে দেখবো,
যে কবিতায় ধ্বংসস্তুপ পড়ে রবে জালিমের দেশে
যে কবিতায় অভিশপ্ত আত্মার অস্তিত্ব লীন হবে চিরতরে।
রচনাকাল: ২৭।০২।২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৭ আগস্ট ২০২০ ইং
দৈনিক ঘাঘট, ০৯ সেপ্টেম্বর ২০২২ ইং