শোন হে, অবৈধ যুদ্ধবাজ
জেডপেট্রোলের ধোঁয়া ভাসানো যন্ত্র কবির নেই
নেই কোন মিশাইল বা ড্রোন, মরণাস্ত্রের ঝাঁজ
হৃদয়ের আগ্নেয়গিরিতে পুড়িয়ে ধিক্কার দেই।
প্রতিটি মুহূর্তে, রক্তিম প্রতিটি সন্ধ্যাক্ষণে
শহর-বন্দর-গ্রাম, মসজিদ, মন্দির-শ্বশ্মানে
অথবা থাকি যদিও ভয়ঙ্কর গহীন অরণ্যে;
মনে মনে তোদেরকে খুন করি অতিসঙ্গপনে।
মনের অতল সীমানায় যে শিখা জ্বেলেছি
সেটাই তো ছড়িয়ে দেবার তীব্রতর অভিপ্রায়ে-
নিত্য চিন্তা-চেতনায় তোদের পিষ্ঠ করে চলেছি
এঁকে দিয়েছি বিশ্বকে কালো কালির আঁচড় দিয়ে।
কবিদের সমরাস্ত্র ক্ষুদ্র পাঁচ টাকার কলম
কবিদের অস্ত্র তার বিরহী আত্মার অনল,
এ জাতি কুর্নিশ করবে না, যদিও যায় নিঃশ্বাস-দম
কবি'রা কখনো হয়নি, কখনো হবে না হতবিহ্বল।
রচনাকাল: ০৬।০৭।২০১৭ ইং
আমাদের গল্পকথা, ১৬ জানুয়ারি ২০২০ ইং
দৈনিক আজকের খবর, ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন, ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং