বলতে শুনেছি অনেকের মুখে কবিরা ভিষন খারাপ
সুন্দরী দেখে মাতাল হইয়া করে যে প্রেমের আলাপ
প্রেম প্রেম খেলে মধু লুটে খায় তারপর যা হবার
সংসার ভেঙে সে বৈরাগী সেজে কবিতা লেখে আবার।
বুড়া বয়সেও ভিমরতি ধরে খাতির জমায় কষে
ভালোবাসি বলে যুবতীর হাত ধরবে পার্কে বসে
লোভ লালসার তৃপ্তি দেখায়, বলে ওগো সুন্দরী
তুমি যে আমার চোখের তারাই বিনিদ্র অপ্সরী।
বয়স বেড়েছে শরীরের যতো মনটা অনেক কচি
এখনো আমার কাম বাসনার নষ্ট হয়নি রুচি
এই দেখো আজ এই বয়সেও দিচ্ছি কেমন আড্ডা
চাইলে দুজন ঘুরবো এখন রামপুরা আর বাড্ডা।
চরিত্র নাকি বেজায় মন্দ কানাকানি করে লোকে
সেসব তাদের কর্ণে না যায়, প্রেমের গন্ধ শুকে
লজ্জা শরম বিলিন করিয়া জানাই লেখার মাঝে
প্রেয়সীর আধো বুক পিঠ খোলা কোমরের ভাঁজে ভাঁজে।
আমিতো খুঁঝিনা এসব কিছুই ভালোবাসি কবিতারে
দেশের দশের মুক্তির কথা কবিতা তো বলি তারে
আঁধার ভাঙিয়া আলোর গল্প ধরে আনিবার চাই
দেশপ্রেম নিয়ে সমাজ গড়তে আমারও আছে দায়।
রচনাকাল: ২০।০৯।২০২০ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ০৯ অক্টোবর ২০২০ ইং