কবি, তুমি কষ্ট পাও কিসে?
যখন লোকে তোমায় ফেরিওয়ালা বলে?
তুমি নাকি আজকাল বই হাতে
হোম ডেলিভারি করো?
মানুষের দ্বারে দ্বারে।
এতে কষ্ট কিসের? অভিমানই বা কিসের?
আমি কবি নই, তবু আমি গর্ব করি,
তবু আমি তোমাদের হই।

মানুষেরা তোমায় ফেরিওয়ালা বলে
আজকাল অনলাইন তোমার দখলে,
হ্যাঁ, তুমি তাই, ফেরিওয়ালা
তুমি ডিজিটাল ফেরিওয়ালা।
তবে তুমি শুধু গল্প-কবিতার বইকেই-
তুলে দাও না মানুষের হাতে হাতে,
যিনি মানবতার ধর্মকে ফুটপথ থেকে কুঁড়িয়ে
বন্টণ করে বেড়ায়, তুমি সেই ফেরিওয়ালা।

যিনি ধর্ম বর্ণ লিঙ্গ স্থানের ভিন্নতা জানেন না
যিনি অস্ত্রের মহড়া কী বোঝেন না,
যিনি শান্তির বার্তা ছড়িয়ে দেন বিশ্বমুলুকে
তুমি সেই ফেরিওয়ালা।
যিনি অত্যাচারী, জুলুমকারীর বিরুদ্ধে
প্রতিবিন্দু সময় সোচ্চার হওয়ার আহবানে,
জাগিয়ে তোলে বিদ্রোহী কণ্ঠের আওয়াজ হেঁকে
তুমি সেই-- তুমি সেই ফেরিওয়ালা।


তুমি যুগে যুগে ফেরিওয়ালা ছিলে-- থাকবে
মানব কল্যাণে তোমার কৃতিত্ত্ব অমলিন আছে
চিরকাল এভাবেই থাকবে ইনশাল্লাহ
কবি, তোমাকে সহস্র শ্রদ্ধা ও সালাম বারেবার।

রচনাকাল: ০৮।০৭।২০১৭ ইং
দৈনিক আপনজন, ১৩ ডিসেম্বর ২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১৬ সেপ্টেম্বর ২০২২ ইং