ভুলে যাও!
কত সহজে বলা হয়ে গেলো তাই না?
যতটা সহজ ততটাই কঠিন ভুলে যাওয়া
আমার জন্যে দ্বিগুন কঠিন সেটা পারা।
ভুল করে শুধু এই একটা কথা,
ভুলে যেতে বলো না।
কী করে ভুলি তোমায়?
অস্পৃশ্য হৃদয়ের মণি কোঠায়
হৃদপিণ্ডে ধপ ধপ শব্দে
তুমি যে চলো সর্বদায়।
আর ভুলে যাওয়ার মাঝে কি
কোন অর্থ আছে বলো?
সেটাতো শুধুই ভুলে যাওয়া।
বন্ধু হয়ে পায়ে পা মিলিয়ে-
একই পদচিহ্নে চিহ্ন এঁকে-
ভালোবেসে কাঁধে হাত রেখে
সুখ-দুঃখে, সময়-অসময়ে পথ চলাই
মানুষ হিসেবে আমাদের সার্থকতা।
চলো একসাথে চলি
সত্যের পথে চলি।
রচনাকাল: ০৭।০৬।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ২১ অক্টোবর ২০২০ ইং