দু'হাজার বিশ তোমাকে চিরবিদায়
একে একে সবাইকে চলে যেতে হয়
চলে যেতে হবে আমাকেও!
নতুনকে বরণ করা
তাকে স্বাগত জানানোই কর্তব্য।
শত সমুদ্রসম আশা, একবুক ভালোবাসায়
পৃথিবীকে তুলে দিলাম একুশের হাতে
যদিও থাকবো না আমিও
থাকবে না একদিন দু'হাজার একুশ।
তবু ক্ষণিকের আসা যাওয়ায়
দু'দণ্ড বাঁচার আশায়
বুক বাঁধি আকাশের নীলাভ উচ্চতায়।
রচনাকাল: ৩০।১২।২০২০ ইং
দৈনিক ভোরের দর্পণ, ০২ জানুয়ারি ২০২১ ইং