কেঁদো না
ময়না!
আমারও কি কম কষ্ট হবে থাকতে?
তোমাকে ছেড়ে বেদনার নীল মাখতে!
তুমি কাঁদলে আমারও জল আসে চোখে
ঝরনা ঝরা কান্নায় প্রচণ্ড ব্যথা করে বুকে।
কেঁদো না
ময়না!
তুমি কাঁদলে আমার চোখেও আসে বৃষ্টি
এই দেখো বলতে বলতেই ভিজেছে দৃষ্টি।
রচনাকাল: ০৩.০৩.২০১৭ ইং