পথে পথে রাজপথে আজ অন্নের বীজ ছিঁটায়
যারা জীবন বাঁচায়, মুখে তুলে ক্ষুধাকে মিটায়।
নায্য অধিকার নেই, নেই ফসলের নায্য দাম
অভিমানে ছাই করে শস্য কৃষক তাহার নাম,
শোকে-দুঃখে কেঁদে যায় সোনার মানুষ বৃদ্ধবাপ
বুঝবি কি তোরা তাকে! পোহাসনি চৌত্রের উত্তাপ।

লজ্জা হয় না তোদের? নাকি জন্ম হয়নি সে ঘরে
তোরা জালিম শোষক ক্ষমা চেয়ে নে পা জোড়া ধরে।
উন্নয়নের রাস্তায় কী খেয়ে সস্তায় দিস বুলি?
দু'দিনে দু'টাকা জমে তোদের ভরেছে বুঝি ঝুলি!
বাপের পকেট মেরে পাঠালি হায় তাকে বৃদ্ধাশ্রমে?
ভুলে গেলি তাকে, আজ এখানে পৌছানো কার শ্রমে!

পথে পথে রাজপথে আজ বিক্ষোভ দিলাম ছেড়ে
যার জন্য রক্ত-ঘামে সোনালী ফসল ওঠে বেড়ে।
সম্মান না করে তোরা ঘৃণা ভরে দিস অপমান
নায্য পাওনা পায় না, যারা করে অর্থনীতি দান,
তাদেরই সাথে আজ বাজালাম বিক্ষোভের বীণা
বুলেট হয়ে বিধুক জালিমের বুকে অগ্নিবীণা।

রচনাকাল: ১৪।০৫।২০১৯ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৭ মে ২০২১ ইং