ভালোবাসায় কাঁটা ছিলো জানি
কাঁটা থাকে, আজীবন থাকবে এভাবে
তাই বলে চুলচিরে সব হিসেব করে মনের অনলে
পুড়িয়ে পুড়িয়ে ছাঁইচাপা আগুন দিয়ে কি প্রেম হয়?
নাকি সাতজনমে হয়েছে কারো?
আসলে কী জানতো প্রেম শব্দটাই কাঁটাযুক্ত,
প্রেমের মূল ফটক পেরোতে গেলে
অনেকটা অসম পথ হাঁটতে হয়।
যে পথে প্রতিটি ধূলিকণার সমান কাঁটা থাকে
পা ফেলতে হয় হাত ধরে
পা ফেলতে হয় ছন্দ নিয়ে;
ঘোড়ার ছন্দময় হাঁটার তাল দেখেছো কখনও?
অনেকটা ওভাবে।
শুধু হাঁটলেই হয় না
হাঁটার মতো হাঁটতে হয়;
দুজনের দুহাত শক্ত করে ধরে চলতে হয়
আর বাকি দুটি হস্তে কাঁটাগুলোকে আলতো করে
সরিয়ে আবার চলতে হয় সম্মুখপানে
কাঙ্খিত প্রেমের স্বর্গময় উঠোনে।
যেটা তুমি পারোনি!
অল্পতেই ছেড়ে গেছো এ হাত!
তোমার মতো মেয়েরা পারবেও না
শুধু হস্তবন্ধন ছিড়ে দিয়ে অভিমানে, লজ্জায়
অথবা ক্ষোভে মুখ লুকোবে কুয়োই।
জেনে রেখো-
ফুল সুন্দর যদি কাঁটার যন্ত্রনা সওয়া যায়
পৃথিবী সুন্দর যদি উপলব্ধি করা যায়;
অশ্রুও মুল্যবান হয় যদি সাগরকে চেনা যায়
আর জীবনও সুন্দর হয়
যদি ভালোবাসতে শেখা যায়।
রচনাকাল: ০৬।১১।২০১৮ ইং