দৃষ্টির সামান্য অন্তরালে
ছেঁয়ে আছে অদ্ভুত কালো রং,
তবু দেখি সভ্য মানুষেরা
করছে ধ্বংসের রণ ঢং।
দুয়ারে দাঁড়িয়ে আছে মৃত্যু
ডাকছে সর্বক্ষণ,
তবু মানুষ নেয় না শিক্ষা
ভয়হীন জনমন।
আসবে হঠাত অনন্ত সেই হুশ
যেদিন হবে মানুষ চিরতরে বেহুশ।
রচনাকাল: ১৭।০৩।২০১৮ ইং
আজকের প্রত্যাশা, ১৪ নভেম্বর ২০২০ ইং
সাপ্তাহিক স্লোগান, ২৩ নভেম্বর ২০২০ ইং
সাপ্তাহিক মীযান, ১২ ডিসেম্বর ২০২০ ইং