শতশত শতদিন ছিলাম বড়'যে একা
বহুদিন বহুকাল পেরিয়ে পেলাম দেখা
তারপর একসাথে হলো চলাচল
শহর নগর ছেড়ে সব কোলাহল
হারিয়ে যেতাম দূরে
অচেনা নতুন সুরে।
গল্পকথা হাসি
স্বপ্ন রাশি রাশি-
বুনেছি দুজন মিলে
যতদিন তুমি ছিলে।
রচনাকাল: ৩০।১১।২০১৮ ইং
সাপ্তাহিক নতুন গতি,, ১৫ নভেম্বর ২০২০ ইং
দৈনিক কলম সৈনিক, ১৯ আগস্ট ২০২২ ইং
দৈনিক কালের চিত্র, ২০ আগস্ট ২০২২ ইং