ভোট এসেছে, এসেছে ভোট
করছে ওরা সবাই জোট
যা করে হোক জিততে হবে;
হাঙ্গামা আর দাঙ্গা বেধে
তাতেও না হয় প্রয়োজনবোধে
গোটা চারেক মারতে হবে।
চরন চাটা যত কুকুর
সকাল সন্ধ্যা রাত্রি দুপুর
করছে তাদের দালালি;
জনগনের সামনে এসে
ভণ্ডগুরু সাধুর বেশে
সাজছে পায়রা জালালী।
জনগণ তো কাঠের পুতুল
কৃষক কামার ঋষি অতুল
মরছে ওদের আঘাতে;
আমি ছ্যাতা আমি নেতা
তোরা সবে আমায় জেতা
বাঁধছে ঝগড়া বাঘা তে।
দুর্বলেরে রক্ষা করতে
অত্যাচারীর টুঁটি ধরতে
কবে বা কার ভেঙেছে ঘুম;
শুধু শক্তের ভক্ত বেশে
একটু হাসি মৃদু কেশে
প্রভু বলে পা'য় দিচ্ছে চুম।
এভাবে আর চলবে কত
জীবন যাবে শত শত
এবার তোরা জেগে ওঠ;
খাতা-কলম, রাস্তাতে নয়
ভোট দিয়ো ভাই সস্তাতে নয়
মনের ভিতর করি জোট।
রচনাকাল: ০৫।১২।২০১৮ ইং