প্রিয় জন্মভূমির মায়া
যেন মায়ের আঁচল তলের পবিত্রতার ছায়া,
শাড়ির আঁচলে মুখ লুকোতে দিয়ো একটুখানি
শুনিও বেঁচে থাকার অদম্য ইচ্ছার অভয় বাণী।
তুমি আমার স্বর্গতুল্য বাংলা "মা"
তুমিই আমার সবুজ হয়ে বেঁচে থাকা,
তুমি আমার প্রাণের বর্ণমালা
তুমিই আমার কাব্যের কথামালা।

জন্মভূমি— তুমি আমার অবিচ্ছিন্ন নাভিমূল
নাড়িতে নাড়ির অভিন্ন দূর্দান্ত এক টান,
তুমিতো আমার সুবহে সাদিক
তুমি প্রতিটি রাতের নিদ্রাহীন স্বপ্নদূষণ।
শূন্যহৃদয় পূর্ণ জন্মভূমির মাতৃমায়ায়
দুঃখগুলো সুখ হয়ে যায় তোমার ছোঁয়া পেলে,
অকৃতজ্ঞ ওরা, শুধু শুধু যারা তোমায়-
ডোবাতে চায় নর্দমার বিষাক্ত কালো জলে।

আমার প্রিয় জন্মভূমির মাতৃমায়া
নাতিশীতোষ্ণে জড়িয়ে দেয় সকল কায়া।
পেয়েছে কি মধুকবি ফ্রান্সে অমৃত তুমি বিনে?
ফিরেছে শেষে শুধু মায়া নিয়ে তোমাকে ঠিক চিনে।
ভালোবেসে তোমাকে, তোমার মাতৃ-ছায়ায়
তুমি জন্মভূমির আঁচল তলের মায়ায়,
থেকে যেতে চাই হাজার বছর অম্তিত্বে তোমার
যদিও বিলিন হয়ে যায়, রক্ত মাংস আমার।
            
রচনাকাল: ৩১।০৩।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ২৪ জুলাই ২০২০ ইং