হে আসাম-ত্রিপুরা, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম,
হে বর্ধমান-চুরুলিয়া, কোলকাতা,
হে শিলাইদহ, জোড়াসাঁকো
সাগরদাঁড়ি, শান্তিনিকেতন!
হে হিমালয় কন্যা উত্তরবঙ্গ, সাগরের দান সুন্দরবন!
হে পেট্রোপোল-বেনাপোল, তালপট্টি-পূর্বাশা,
হে আমার জন্মভূমি বাংলাদেশ
প্রিয় পশ্চিম বাংলা।
জন্ম এই বাংলায় একই জরায়ুর নাড়ীতে
গঙ্গা-পদ্মা, তিস্তা, যমুনার দুই পাড়ে।
যদিও এ সম্পর্কে সময়ের বিবর্তনে-
গড়ে উঠেছে প্রাচীর, আন্তর্জাতিক দেয়াল।
তবু এখনো তো আমরা বাংলায় হাসি
বাংলাতেই কাঁদি,
জন্মভূমি এই বাংলাকে ভালোবাসি।
এই বাংলাতেই বেঁচে বেঁচে মরি!
থাক না দেয়াল, উন্মুক্ত হৃদয়ের উঠোনে
চাষ করি চলো ভ্রাতৃত্বের বাধাহীন বন্ধন,
দেওয়ালের এপার ওপারে শান্তি ছড়াই
মুছে ফেলি অসহায়ের বিদগ্ধ ক্রন্দন।
রচনাকাল: ২৩।১০।২০১৭ ইং
সাপ্তাহিক শব্দের ভেলা,২৪ আগস্ট ২০২০ ইং
দৈনিক কালের চিত্র, ১৭ সেপ্টেম্বর ২০২২ ইং