যদি হতাম বৃক্ষের শাখা-প্রশাখা
অথবা গাঢ় সবুজ পাতায় আঁকা
মানুষের অবয়ব ছাড়া,
যদি হতাম বৃক্ষের মূল
মানুষের প্রয়োজনে উপকারী ফল ফুল।

যদি হতাম বৃক্ষের বিশাল মগডাল
অথবা অর্জুনের মতো কোন ছাল
মানুষের অবয়ব ছাড়া,
যদি হতাম বৃক্ষের ঔষুধী নির্যাস
মানুষ পেতো অক্সিজেন, নিতো বুকভরা শ্বাস।

যদি বৃক্ষ হতাম, সুযোগ হতো না অমানুষ হবার
ছায়া দিয়ে শীতল করতাম উত্তাপে সবার।

রচনাকাল: ০২।০৬।২০২১ ইং
দৈনিক কালের চিত্র, ১২ জুন ২০২১
সাপ্তাহিক দাঁদড়, ভারত, ২৭ জুন ২০২১
দৈনিক সংগ্রাম, ০১ অক্টোবর ২০২১