দু'চোখের পাপড়িতে অন্ধকার ছুঁয়ে
মুখ ফিরিয়ে আলেয়া ঘোমটা বিছিয়ে,
তোমাদের শহরটা যখন ঘুমিয়ে যাবে
আটকে থাকা ট্রাফিক সবুজ রং পাবে
শান্ত হবে লালবাতি তবু থেমে যাবে গতি
থাকবে না যানজট শূন্য রবে পথ-ঘাট।

যখন নৈঃশব্দরাও উঁকি দেবে এসে
তোমাদের জানালার কাঁচের ওপাশে,
ঘুমিয়ে যাবে নক্ষত্র, ওরাও যে হবে ধর্য্যহারা
কঠিণ নিরাবতায় নিমগ্ন থাকবে জোনাকিরা;
ল্যাম্পপোস্টও হারাবে রঙিন আলোর রেখা
হয়তো আর হবে না সেই চেনা মুখ দেখা।

চোখ থেকে চিরতরে ঝরে যাবে দীপ্ত-আলো
শুধু শিশিরে ভিজাবে পড়ে থাকা যত কালো,
প্রিয় মাতৃভূমি বাংলা হয়তো'বা স্তব্ধ রবে
সেই নৈঃশব্দ্যের মাঝে যখন সময় হবে;
অন্ধকার গহব্বরে নিভৃতে শুধুই ঘুমাবার
জীবনের শেষ প্রান্তে চাইবো আবার আসবার-
পরম মমতাময়ী এই বাংলায়।

রচনাকাল: ২৪।০১।২০১৮ ইং
দৈনিক শিক্ষাবাণী, ৩০ অক্টোবর ২০২০ ইং
দৈনিক পুবের কলম, ১৫ নভেম্বর ২০২০ ইং