যশোরের চিরচেনা স্বপ্নবোনা মাটি
তোর কোলে আছি বেঁচে তুই মোর বাটী,
তোর বক্ষে কপোতাক্ষ ভৈরবের মৃত্যু
তবু পাখি গায় গান করে সুখে নৃত্য।
তুই বড় ভাগ্যবান প্রাণের যশোর
ঢের আছে যশ খ্যাতি ইতিহাস তোর,
কত রাজা কত প্রজা গেছে যুগে যুগে
জন্মেছিস তুই প্রায় ত্রিশ যুগ আগে।

বাংলার অঙ্গ জুড়ে তুই জান প্রাণ
গর্ব করে জন্মভূমি নিয়ে তোর ঘ্রাণ,
বুক জুড়ে একাকার কত শোভা তোর
পাখি ডাকা ফুল ফোঁটা মুগ্ধতার ভোর।
কত কাল দাঁড়িয়ে প্রকাণ্ড পর্ণী সারি
নেই কোথা প্রাকৃতিক বন্যা মহামারি,
কালসাক্ষী শহরের পুরনো ভবন
উঁকি দেয় জানালায় ভোরে বিবস্বান।

যুগে যুগে জন্ম দিয়ে মহা মানবের
গড়িয়াছো স্বর্গপুরী প্রদীপ্ত শহর।

রচনাকাল: ০৮।০৫।২০১৭ ইং
দৈনিক স্পন্দন, যশোর, ২৩ অক্টোবর ২০২১ ইং