বাঙালীর দেহ-মন-শরীর
বাঙালীর প্রতিটি শিরা-উপশিরা রক্তে,
অস্তিমজ্জায় তুমি আগুন জ্বালিয়েছিলে-
মার্চের সাত তারিখে।
মুহূর্তে জ্বলন্ত অগ্নির ফুলকি ছড়িয়ে পড়লো
তরবারি অপেক্ষা সহস্রাধিক ধারালো,
তুমি বঙ্গবন্ধুর বজ্রকন্ঠের শানিত আওয়াজ
সৃষ্টি হলো জ্বালাময়ী উত্তাল মার্চ।

জেগে উঠলো বাংলার অস্থির জনতা
জেগে উঠলো স্বাধীনতার মরণপন বাসনা,
আর ঐ পাকিস্তানি নামের নরকীয় পিশাচ
কলঙ্কিত করলো ইতিহাস।
তুমি আগুন জ্বালালে প্রতিবাদী জনগনের হৃদয়ে
পরাধীনতার বন্ধন চিরতরে ছাই করে দিতে,
আর কাপুরুষের দল পঁচিশ মার্চে রাতের অন্ধকারে
ঝাপিয়ে পড়লো ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপরে।

ওরা শুরু করলো ট্যাং কামানের মহড়া
নারী, শিশু, পুরুষসহ গণহত্যা।
সমস্ত বাংলা তখন কম্পিত, আতঙ্কিত-
শত্রুর গাড়ি আর গুলির বিষময় শব্দে।
জ্বলে উঠলো বাঙালীর রক্তে দ্বিগুন অগ্নিশিখা
প্রকম্পিত উত্তাল মার্চে হলো স্বাধীনতার ঘোষনা,
শুরু হলো মুক্তির মহা প্রলয়ঙ্কারী সংগ্রাম
বিশ্বের মানচিত্রে লাল সবুজ রক্ষার সংগ্রাম।

রচনাকাল: ০৫।০৩।২০১৭ ইং
দৈনিক কালের চিত্র, ০২ এপ্রিল ২০২২ ইং