থাকবো না আর রুদ্ধ দ্বার ছোট্ট ঘরে
ছুটবো আজ শহর থেকে শহরে বহুদূরে,
পুড়বো না আমি চৌত্রের খরতাপ, জ্বলে
সিক্ত হবো ইচ্ছে যত আশ্বিনের ঢলে।
দেখবো না আমি আর পুরনো দূরবীনে
চলো একসাথে আঁখি মেলি রাত্রি-দিনে,
দেখবো স্রষ্টার সৃষ্টির সুনিপুণ সেই স্বর্গপুরী
আঁকিছে যত জ্ঞাত অজ্ঞাত অপরূপ নিলাম্বরী।
রবো না আমি আর ছলনাময়ী দুনিয়ার নীড়ে
ছুটবো গ্রহ থেকে গ্রহান্তরে চাঁদ তারার ভীড়ে,
থাকবো না আমি এই ঊচ্ছৃঙ্খল পাপের নগরী
ইচ্ছে আমার, স্বপ্ন ডানায় বাঁধবো বাসা স্বর্গপুরী।
রচনাকাল: ১৯।০৩।২০১৭ ইং
দৈনিক কাজির বাজার, ০৫ সেপ্টেম্বর ২০২০ ইং
দৈনিক রূপসী বাংলা, ১১ সেপ্টেম্বর ২০২১ ইং