তুমি আসবে নিশ্চয় জানি
তবুও শত আশায় চেয়ে থাকি।
কখন কাটবে আঁধার,
আসবে সুপ্রভাত।
কোকিলের মত গাইবে
মধুর সুরে সুরে।
তুমি নিশ্চয় আসবে জানি
তবুও শত প্রহর গুনি।
কখন সোনালী দীপ্তি আর
শিশিরের ফোঁটা ফোঁটা হাসি
ঝরবে বাতাসে রাশি রাশি
মিটাবে সকল ক্লান্তি।
তুমি আসবে নিশ্চয় জানি
মোহনা হয়ে উত্তাল সমুদ্রের বক্ষে।
তবুও চিন্তা, তবুও হতাশ
খরস্রোত থেমে যদি যায়,
শৈবাল গিরি কিংবা-
অচেনা কোন কাল স্রোতের তরে।
তুমি নিশ্চয় আসবে জানি
আমারই জীর্ণ কুটিরখানি।
তবুও পথ পানে চাই
ফুলের সুমধুর ঘ্রাণে,
শীতল বায়ুর স্নিগ্ধ স্পর্শে
খুঁজে পাই শুধু তোমাকে।
তুমি আসবে নিশ্চয় জানি
তবুও চেয়ে থাকি পলকহীন।
নীলবর্ণ মহাশূন্যের দিকে
মেঘের ফাঁকে ফাঁকে,
দুরাগত অতিথিদের ভীড়ে
শুধু তোমার জন্য।
জানি তুমি আসবে নিশ্চয়
মনের আড়ালে লুকিয়ে লুকিয়ে-
আমায় ভালোবাসবে,
এ আমার দৃঢ় বিশ্বাস।
তবুও তোমাকে শুনতে হবে
এ হৃদয়ের প্রতিটি স্পন্দন,
প্রতিটি সুখের হাসি
যদিও হয় বিষের বাঁশি।
শুধু তুমিময় এ মনের গহীনে
তুমি হৃদয়ের ভাষা চিরদিন।
রচনাকাল: ২৬।০৭।২০১২ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৯ এপ্রিল ২০২১ ইং
দৈনিক ঘাঘট, ২০ এপ্রিল ২০২১ ইং