এ্যাস্ট্রেতে সিগারেটের ছাই ফেলতেই
ওপাশের রুম থেকে বারান্দা বেয়ে
হঠাৎ ধপাধপ ধপধপ শব্দের তাল
কী হলো--- কয়েক সেকেন্ড লাগলো বুঝতে।
কাপড় ধোয়ার ছন্দযুক্ত শব্দ
বাথরুম থেকেই ভেসে আসছে
ভাইটা আমার চল্লিশে তবু ব্যাচেলর
বেচারা আছেন খুব কষ্টের মধ্যে।

সে যাক---কাপড় কাচার শব্দের মতো
যদি এমন হতো হঠাৎ একদিন---
একদিন খাবার খেতে খেতে,
নরম ঘাসের উপর হাঁটতে হাঁটতে অথবা
প্রিয়তমার মাদকতায় মগ্ন হয়ে অথবা
দুপুরবেলা কোন কাজের ব্যস্ততায়
কিংবা কাজ শেষে বিশ্রাম করতে করতে
অলৌকিক নয়, বাস্তবে যদি শুনতে পেতাম---

এখন থেকে আর দূর্নীতি হচ্ছে না
অর্থ লুটপাট একদমই হচ্ছে না
কালো টাকার ছায়াও আর নেই,
চাকরিতে দশলক্ষ টাকা ঘুষ লাগছে না
কেউ তার জন্য মিষ্টিও খাচ্ছে না
চাকরির জন্য কেউ হা-হুতাশ করছে না
এখন সাত-পাঁচ পরীক্ষা দিতে দিতে
বাড়ির বড় ছেলেটার চুল পাকছে না।

সরকারও হয়েছে মৌমাছির মতো পরিশ্রমী
এমপি মন্ত্রীরা সবাই সৎভাবে কাজ করছেন
এখন আর ক্যাসিনো, মদ, পতিতা নেই
চাঁদা খেয়ে রডের বদলে বাঁশ দেওয়াও বন্ধ
গ্রামের পাতি নেতারাও ক্ষমতা দেখানো বন্ধ করেছে
মেম্বার চেয়ারম্যানেরা এখন আর-
বিধবা ভাতা, বয়স্ক ভাতার কার্ডও মারছে না কেউ।
কেননা দেশে এখন আর গরীব-দুঃখী নেই।

হঠাৎ যদি শুনতে পেতাম- এখন আর হত্যা নেই, গুম নেই
যেখানে সেখানে কুকুরের মতো ধর্ষন নেই
পুরুষেরা স্ত্রীকে আর রক্ষিতা ভাবছে না
স্ত্রী'রাও চলছে প্রিয়তম অর্ধাঙ্গের ভালোবাসায়।
এখন আর পরিবারে ঝগড়াঝাঁটি নেই
নুন আনতে কারো পান্তা ফুরোচ্ছে না
বউ শাশুড়ির মাঝে যুদ্ধ বন্ধ হয়ে গেছে
এখন স্বজন- স্বজনকে বোঝে, মানুষ- মানুষকে।

রাস্তা ঘাটে আগের মতো জ্যাম নেই মোটেও
দূর্ঘটনার আশংকাও নেই কোথাও
এখন চালক পথচারী সকলে আইন মানছে
পুলিশও রাস্তায় চাঁদা খাচ্ছে না একদমই।
কোম্পানিগুলো সরকারকে ভ্যাট ফাঁকি দিচ্ছে না
খাদ্যে ভেজাল টোটালি দেশ থেকে উঠে গেছে
রমজানেও অসম্ভব দ্রব্যমুল্য একেবারে নাগালে
খাসি গরুর মাংস কেজি একশোতে নেমে গেছে।

হাসপাতালগুলো জাতিকে ধোকা দিচ্ছে না
ডাক্তার'রা ডাকাতি ছেড়ে দিয়েছেন বহু আগে
এখন আর সদর হাসপাতালের গেটে
ইঁদুরের মতো দালালের উৎপাত নেই।
ফার্মেসিওয়ালাও ওষুধের মুল্য বেশি নেন না
ভেজাল ওষুধ একেবারে দুনিয়া ছাড়া
নাপার মতো কোন ওষুধই সংকটে নেই
ক্যান্সার করোনাতেও আর মরছে না মাুনষ।

যদি শুনতে পেতাম- এখন আর রাস্তার মোড়ে মোড়ে
গ্রাম-গঞ্জে একজনও ভিক্ষুক নেই
এখন সবাই কর্ম পেয়েছে পর্যাপ্ত বেতনে
এখন কেউ খাবার কষ্টে ডাস্টবিনে মুখ রাখে না।
এখন গৃহহীন কেউ ফুটপাতে ইটের পরে
মাথা রেখে বছরকে বছর ঘুমায় না ওভাবে
সবাই এখন দুই-তিন তলা ঘরের মালিক
কাউকে আর ফুটো টিনে আকাশ দেখতে হয় না।

যদি শুনতাম- পৃথিবী ছেড়েছে পারমাণবিক শক্তি
মিসাইল, ড্রোন কোন আকাশেই উড়ছে না
সব রাষ্ট্রগুলোর একটাই জোট এখন থেকে
রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষের উন্নয়ন ও নৈতিক উন্নতি।
এখন আর দেশে দেশে ধ্বংসলীলা নেই
বন্দুকের গুলিতে কাঁটাতারে মরছে না মানুষ
কেউ কারো ধর্মে আঘাত করছে না
সবার বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা সকলের প্রতি।

যদি শুনতে পেতাম- আনাচে কানাচে মাদক নেই
নেই কোন আফিম, ইয়াবা, ফেন্সিডিল
কেউ এখন মদের বারে যায় না নগ্ন হতে
মদ কারখানাগুলো সব ঔষধ কারখানা হয়েছে।
পাড়ার গাজা ব্যবসায়ী এখন অটো চালায়
চোর-ছ্যাচ্ছড়রাও ভালো হয়ে গেছে
ডাকাতরাও ডাকাতি ছেড়ে ব্যবসায় নেমেছে
পতিতা পল্লীগুলোও হয়েছে বিশুদ্ধ আবাস।

হঠাৎ যদি শুনতে পেতাম- হিংসা বিবাদ ভুলে
সব মানুষ আত্মীয় বন্ধনে বাস করছে
নেই ধনী-গরীব, সাদা কালোর বিভেদ
আফ্রিকা, আমেরিকা, বাংলাদেশের মানুষ একই।
এখন সবাই স্বশিক্ষায় শিক্ষিত, মূর্খ নেই
সবাই পৃথিবী জুড়ে কথা বলে একটাই ভাষায়
একই খাদ্য খায়, একই রকম বস্ত্রে আবৃত
মানুষ এখন আধুনিক কিন্তু--- উলঙ্গ নয়।

যদি শুনতে পেতাম- সব অপরাধী ভালো হয়ে গেছে
পৃথিবীর সমস্ত জেলখানা এখন হাসপাতাল
পুলিশকে এখন আর কাউকে ঠ্যাঙাতে হয় না
তারা এখন বিশ্রাম পেয়েছে দৌড় থেকে।
কৃষকরা মুক্তি পেয়েছে অন্যায্যতার হাত থেকে
সার বীজের জন্য কোথাও হাহাকার নেই
সঠিক মুল্য পেতে ফসলে আগুন দিতে হয় না
হাসি মুখে চাষ করে, বাস করে আনন্দে।

হঠাৎ যদি শুনতে পেতাম-
সবত্র কায়েম হয়েছে শান্তির আশ্রয় নীড়
ঝর্ণা ঝরছে, নদী বয়ে যাচ্ছে ইচ্ছে মতো
আমরা মানুষ চলছি সরল-সোজা রাস্তায়।
পৃথিবীটা সত্যিকার মানুষে পরিণত আজ
মানুষ হয়েছে বিশুদ্ধ আত্মার পরিশুদ্ধ অবয়ব
মিথ্যে অহমিকা হারিয়েছে সাহারার গভীরে
এখন থেকে বিশ্বভূমি ভালোবাসায় পরিপূর্ণ।

রচনাকাল: ১৯।০৭।২০২১ ইং
দৈনিক চ্যানেল দুর্জয়, ২০ জুলাই ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ৩০ জুলাই ২০২১ ইং