ফুলগুলো ঝরে গেলো
সুবাস ছড়িয়ে,
পাতাগুলো খসে গেলো
সবুজ হারিয়ে।
ঝিনুকেরা মৃত আজ
জলে মুক্তো ছেড়ে,
সাগরও শান্ত হলো
ঢেউ ভেঙে তীরে।
পথিকের পথ শেষ
হেঁটে হেঁটে দূরে,
আমি মানুষ হারাবো-
অন্ধ গহব্বরে।
জানি না কী রেখে যাবো!
নাকি ব্যর্থ হবো!
রচনাকাল: ১৯।০২।২০১৮ ইং
দৈনিক হাওয়া, ১৬ অক্টোবর ২০২০ ইং
দৈনিক ফুলকি, ০৭ ফেব্রুয়ারি ২০২২ ইং