সখি তোমার নরম ছোঁয়ায়
পানের খিলি মুখের কোণায়
যেই খেয়েছি চুন,
তোমার সে মুখ জোনাক ছোটে
আমার মনে গোলাপ ফোটে
হয়েছি আজ খুন।
সখি তোমার রসের খিলি
একটু ফেলি একটু গিলি
হাতের কি'যে গুণ,
টের পেয়েছি হাড়ে-হাড়ে
একটু ঘামি একটু ছাড়ে
জমে'নি রে নুন।
সখি তোমার এমন পানে
চোখ বুঁজিয়ে খুঁজছি মানে
কী ছিলো রে ঘুন!
আবছা আলোয় ঝাপসা দেখি
প্রেম-পিয়ালায় তৃষ্ণা ছেঁকি
হয়েছি তাই খুন।
বলছি সখি একটু শোনো
মিলছে না হায় অংক কোনো
যোগ বিয়োগ বা গুণ,
ভাবছি বসে কাঁপছি রোদে
প্রেমের জ্বরে চোখ না মোদে
হয়েছি আজ খুন।
রচনাকাল: ২১।০৭।২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন, ২৪ জুলাই ২০২১ ইং