কে আমাকে হিংসা করো?
কে আমাকে শক্তিশালী আঘাত করো?
কে আমাকে সমালোচনার পাত্রে রাখো?

তার জন্য একগুচ্ছ গোলাপি শুভেচ্ছা।

               যে হিংসে করে আমাকে
               সে মুল্যবান করে তোলে
উর্ধ্বে ঠেলে দেয় আমার স্বপ্নগুলো।

মানুষের সৌন্দর্য তার ত্বকে নেই
যেখানে অনেকেই খোঁজে, কিন্তু---
কিন্তু সেতো থাকে হৃদয়ের গভীরে।
শুধুমাত্র কয়েকজন অবগত আছে
                কিভাবে তা পেতে হয়।
  
রচনাকাল: ১০।০৭।২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা, ১৬ জুলাই ২০২১ ইং