হায়'রে ভারতবর্ষ! হায় ইতিহাস!
তুমি এখন অনিত্য, শুধু দীর্ঘশ্বাস।

ইতিহাস অবিনাশী জেনেছি কি ভুল?
সহস্র বছর পরে হারাচ্ছো সে কূল!

দিনের আলোর মতো সত্য ইতিহাস,
হতে চলেছে খেলনা বুনো পাতিহাঁস।

হিংসুকের জ্বলছে গা, পুড়ছে অন্তর
ইতিহাস তুই মর পঠিছে মন্তর!(মন্ত্র)

আগ্রার তাজমহল, কলিতে মন্দির
শিবের তেজোমহল, ভারত বধির!

তাহলে তোরও হবে আজ ধর্মান্তর?
কী ঘটছে কী ভারতে? সব অবান্তর!

ভাবি এ তো হাস্যকর উপমহাদেশে,
ইতিহাসেরও মৃত্যু? উঠলাম কেঁশে।

হায়'রে ভারতবর্ষ, হায় ইতিহাস!
নড়ে-চড়ে ফেললাম শুধু দীর্ঘশ্বাস!

এ যে চরম লজ্জার, ধিক্কার ধিক্কার
হায় ইতিহাস! তোর এ-কী সর্বনাশ!

রচনাকাল: ২৭।১০।২০১৭ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ১২ মার্চ ২০২১ ইং