বাংলার মাটি জেগে ওঠে, প্রতিবাদের ভাষায়
স্বাধীনতার গল্প গড়ে ইতিহাসের পাতায়।  
গণজোয়ার ভাসিয়ে দেয় সব শোষণের ধারা,  
মানুষ বলে, "বাঁচতে চাই মুক্তির আলো দ্বারা।"  

রাস্তায় নামে তরুণের দল, চোখে আগুন বেহাল
ষোলশো প্রাণ দিয়ে ভাঙে নীরবতার দেয়াল
দফা এক দাবি এক স্বৈরাচারের পদত্যাগ,  
স্লেগান দিতেই স্বপ্ন পূরণ ডাইনি মাতার দেশত্যাগ।  

অতঃপর এলো সংস্কারে নতুন ভোরের ডাক
বন্দুক নলে মানুষ মেরে দিয়েছে যারা হাঁক
তাদের বিচার কঠিনরূপে করতে হবে আগে  
স্বৈরাচারের দোষরেরা আর যেন না ভাগে।

শাসকশ্রেণি বাধা দিলেও থামাতে পারেনি কেউ
প্রত্যাশার এক রক্ত নদী-সাগরে তুলেছে ঢেউ।  
বিপ্লবের পর নির্বাচনে শান্তি আসুক ফিরে  
বাংলা জাগুক শুদ্ধ প্রাণে আল্লাহ-রাসূল ঘিরে।  

গল্প শুধু কবিতার নয়, বাংলার ইতিহাসে
২৪ এর এই গণঅভ্যুত্থান স্মৃতির পাতায় ভাসে।  
মানুষ যদি মানুষের হয়, তবেই আসল জয়,  
বাংলাদেশ আবার জাগ্রত হবে নবীন প্রভায়।

রচনাকাল: ০৬।০৮।২০২৪ ইং