রাস্তায় রাস্তায় জ্বলে আশার প্রদীপ
হঠাত ঘুম ভাঙে থমকে থাকা সময়ের।
দেয়ালগুলো কেঁপে ওঠে, শিকলগুলো টুটে
আমরা ছাত্র-জনতা দাঁড়ায় নিজের পায়ে।
আমরা বলি, "আর নয় বঞ্চনা
আর নয় বিচারের নামে প্রতারণা।
দ্রব্যমূল্যে আগুন, পদ মজুরিতে বৈষম্য
এই অবেলায় আমরা চাই আলো।"
শাসনের নামে যে শাসন হয় ভারী
তাতেই পিষ্ট হয় জনকণ্ঠের গান।
আমরা বলি, "মুছে দাও ভয়
মুক্ত করে দাও মতের ডানা।
জানো আমাদের স্বাধীনতার ইতিহাস
আমাদের কণ্ঠ রুখবে কোন সাহস?"
দুর্নীতির স্রোতে ডুবে থাকা শহর
গণমানুষ চায় সুশাসনের নীড়।
আমরা বলি, "দাও শিক্ষা—সমান সবার,
দাও স্বাস্থ্য, জীবনের অধিকার।
আমাদের মাটিতে শুধু রক্তের দাগ নয়,
এই মাটিতেই আমরা বুনবো স্বপ্ন।"
আমাদের চোখে প্রতিধ্বনিত এক ভোর
যেখানে সূর্যের রশ্মি হয় সমান।
আমরা বলি, "আমাদের লড়াই থামবে না,
যতদিন অধিকার থাকবে না সবার।
এই পথ, এই জনপদ—শুধু আমাদেরই,
আমাদের দাবিতে জাগুক নতুন দিগন্ত।"
অভ্যুত্থান হলো কোটি জনতার কণ্ঠস্বর
যুগান্তরের হাওয়ায় বয়ে আনে শুদ্ধতা।
আশা, সাহস, আর শক্তির এক মিছিল,
যেখানে গণমানুষই রচনা করেছে ইতিহাস।
রচনাকাল: ১০।১১।২০২৪ ইং