কী অদ্ভুত ব্যাপার!
ঘরে ঢুকলে থ, চোখ জুড়ে আসে ঘুম
নিদ্রা বিভোর মুহূর্ত
সকাল-দুপুর-রাত্রি হোক সে সন্ধ্যায়।
যেনো ঘুমঘর এক!
নিশ্চুপ ছাঁয়ায় ঘেরা কোলাহল মুক্ত
চৌদিক অলস্যে ভরা
গ্রিল বেয়ে উঠে আসে ডুমুরের পাতা।
নিরব বারান্দা দ্যাখে
বৃষ্টিমুখর আকাশ বা ধবল মেঘ,
জানালা চুঁয়ে বাতাস
এ যেনো শীতল শয্যা, তবু ঘর একা।
জানি এ ভৌতিক নয়
এ ঘরে বড় অভাব, একটি রমনী
বাচ্চাদের চেচামেচি
এখানে বড় অভাব পাখিদের ডাক।
ঘুমঘরে সে একাকী
বিষন্ন হৃদয় ভাঙে তিক্ত বসবাসে
ঘুমঘর পড়ে থাকে
ঘুমঘরে সে বিভৎস ভাবে বেঁচে থাকে।
রচনাকাল: ২০।০৬।২০২১ ইং
দৈনিক বাংলা, ২৫ জুন ২০২১ ইং
দৈনিক বিবৃতি, ২৭ জুন ২০২১ ইং