সদ্যপ্রস্ফুটিত গোলাপ রাঙা লাল ফুল
তুমি খুব ভালোবাসতে তাই এনেছিলাম কাঁটা ছিঁড়ে,
তোমার নরম হাতে যদি ফুটে যেত!
তোমাকে এনে দিয়েছিলাম স্বযত্নে বুকে লুকিয়ে।
আর তুমি কিনা পদতলে পিষ্ট করলে?
সেদিন ফুল নও বা'পাশের মাংসপিণ্ড থেঁতলেছো তুমি,
আমি তখনো বিনয় দেখিয়ে কিভাবে থাকি বলো?
রাস্তা থেকে ফুল নয়, অস্ত্র কুড়িয়ে নিয়েছি।
বুলেটে বুলেটে তোমাকে রক্তাক্ত করবো বলে
তোমাকে ফুল আর অস্ত্রের তফাৎ বুঝিয়ে দিতে।
বা'পাশের ক্ষত-বিক্ষত মাংসপিণ্ড এখনো-
এখনো চিৎকার করে ওঠে যন্ত্রনায় দগ্ধ হয়ে,
তাতে প্রতিনিয়ত নিকোটিন জ্বালিয়ে দেই
ধোঁয়া ছেড়ে ছেড়ে মুখ চোখ লাল করে ফেলি
তোমার বুকে সবগুলো গরম বুলেট ঢুকাবো তাই।
কিন্তু কী লাভ তাতে?
তুমি না জানলেও ফুল ও অস্ত্রকে আমি বুঝি,
ফুলের কমলতা, অস্ত্রের বিষাক্ততা সব কিছুই।
রচনাকাল: ১৩।০৭।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ১৪ মার্চ ২০২১ ইং
দৈনিক সাত সকাল, ১৪ মার্চ ২০২১ ইং
দৈনিক ফুলকি, ১৫ মার্চ ২০২১ ইং