অনন্ত অমর বাংলার ইতিহাস
সম্মান নাহি করো, করো না উপহাস।
ভাষা আন্দোলনে শহিদ হলেন যারা
বাংলার সোনার টুকরো ছেলে তারা।
সালাম বরকত রফিক জব্বার'রা
এই মাটিতে দিয়েছিলো রূধির ধারা।
বায়ান্নোতে উৎসর্গ সকল জীবন
মায়ের হৃদয়কে করেছিলো শ্রাবণ।
একুশে ফেব্রুয়ারি ছাত্ররা খেলো গুলি
কারো হাত, কারো পা, কারো ছিলনা খুলি।
লাল হলুদ প্লাকার্ডে সুন্দর সে লেখা
বাংলায় রাষ্ট্রভাষা, মায়ের মুখে শেখা।
বেঁচে থাক শহীদ, বেঁচে থাক বাংলা
বেঁচে থাক বাঙালি জাতির কথামালা।
অমর হোক একুশে ভাষা আন্দোলন
সমুন্নত রাখতে বাংলা ভাষার মান।
রচনাকাল: ৩১।১২।২০১১ ইং
দৈনিক শুভ প্রতিদিন, ৩০ নভেম্বর ২০১৯ ইং