সবেমাত্র জৈষ্ঠ্যের শুরু
আম জাম লিচু
আর কাঁঠাল পাকা-
মন মাতানো ঘ্রানে হৃদয় উতলা।
এমনি সময়ে এসেছি-
প্রথমবার আমাশু কলোনি,
কে জানে এতটায় প্রাকৃতিক সে!
পারিনি তো পূর্বে জানতে।
উঠোনের ধারে ছেঁয়েছে
কাঁকরোলের ফুলে ফুলে,
ফুটেছে কলের পাড়ে-
পুঁই আর চন্দ্রমল্লিকা।
কাঁচা-পাঁকা মিষ্টি আম
লাল পেয়ারার ঝুঁটি;
এদিক ওদিক পাখির কিচিরমিচির-
অবুঝ শিশুদের অতর্কিতে ছোটাছুটি।
কাছেই রয়েছে মস্তবড় ফসলের মাঠ
সেখানে উঁচু নিচু আইল।
পালা দিয়া পাকা ধান-
আটি আটি,
এসব নয়নাভিরাম দৃশ্য দর্শনে
চমকে উঠি আমি।
এটাই তো আমাদের প্রকৃতি
আবহমান পল্লী বাংলার দৃশ্যপট;
এইতো বাংলার মেঠো পথ
আমরা যেন ভুলতে বসেছি সব।
তবুও কিসের যেন অভাব
কিছু একটা অপূর্ন রয়ে গেছে দৃশ্যপটে,
হঠাৎ এল বৃষ্টির জল
আহা এবার নামিলো
সেই অপূর্ণ রূপের ঢল।
রচনাকাল: ২৫।০৫।২০১৬ ইং
দৈনিক ঘাঘট, ০৫ মে ২০২১ ইং