বুদ্ধিজীবির বুদ্ধি গোপন টেবিলের তলে জমা
ন্যয় নীতিহীন বুদ্ধির ঝাঁপি চলছে রে রম-রমা
পরজীবি হয়ে বুদ্ধিজীবির বিক্রি হয়েছে মাথা
কলমটা আজ চলছে উল্টো টকশোতে পায় ভাতা।

সাংবাদ লেখক আটকে গিয়েছে একপেশে সংবাদে
তারাও তাদের বিষ ঢেলে আজ নেমেছে রাষ্ট্র খাদে
কলম চলছে কাতর কণ্ঠে আঙুল পড়েছে কাটা
যেদিকে তাকাই দল কানাদের সাইনবোর্ডে সাটা।

সাহিত্য প্রেমীর প্রেম যেন আজ দাফন কবর দেশে
মেতে উঠলাম চরণ ধূলোয় রাজ কবিদের বেশে
সাহিত্য সুধায় সত্যের আকাশ মরেছে করুণ রূপে
কলমের তেজ বিদায় হয়েছে বিবেকবিহীন কূপে।

অধঃপতনের শেষ সীমানায় ঠেকছি আমরা রোজ
তবুও সবাই উন্মাদ হয়ে করছি যে ভূড়িভোজ
গড়বো সমাজ মুখে মুখে বলি দেশপ্রেমে দিই ডুব
মানুষ আমরা অমানুষ হয়ে চেঞ্জ হয়েছি খুব।

রচনাকাল: ১৫।০৬।২০২১ ইং