রাস্তা অতিশয় মুল্যবান সম্পদ
যখন নাকি বাবুদের দামি বিএম ডব্লিউ চলে,
সম্পদের সদ্ব্যবহার করে চলে তারা
দামি গাড়ি, দামি অফিস, দামি রাস্তা
তখন বুক ফাটিয়ে অহংকারে দোলে।
সাদা-সবুজ-হলুদ বাতির এই রাস্তাকে ঘিরে-
যখন বেঁচে থাকার স্বপ্নবোনে ছিন্নমূল শিশুরা,
একমুঠো অন্নের জন্য পাল্লা ধরে কুকুরের সাথে-
রাত দুপুর, তখন দামি রাস্তা হয়ে যায় আবর্জনা।
রাস্তা তখন হয়ে যায় নিকৃষ্ট, শুধুই রাস্তা
ডাস্টবিনের পাশে একটু সুখ খোঁজে যে শিশু;
সে হয়ে যায় জারজ, রাস্তার ছেলে
এমন সভ্য সমাজের মুখে দাঁড়িয়ে করি হিশু।
যে সমাজ, যে সভ্যতা মানবতা চেনে না
যে সমাজের মানুষ অপরের দুঃখ বোঝে না,
যে অর্থ শুধু সম্পদ বাড়ায়, প্রয়োজনে ব্যয় হয় না
যে সভ্যতা শুধু রুদ্ধ করে, মুক্তি দিতে জানে না!
জানে শুধু দূর্বল, অসহায়দের গালাগাল দিতে
গরীবের রক্ত চুষে পরমানন্দে নিঃশ্বাস নিতে,
চাই না এমন সভ্যতা, চাই না— কক্ষনো চাই না।

রচনাকাল: ২১।৬।২০১৭ ইং
দৈনিক চাপাঁই দর্পণ, ১৫ নভেম্বর ২০২০ ইং
দৈনিক কলম সৈনিক, ১৪ সেপ্টেম্বর ২০২২ ইং
দৈনিক মুক্তখবর, ২৯ সেপ্টেম্বর ২০২২ ইং