এখানে গ্রাম আর গ্রামের প্রত্যান্ত অঞ্চলে
শালিক ঘুঘুরা ব্যস্ত অগ্রযাত্রায় নীড় খোঁজে;
উড়ন্ত পাখির ঝাপসানো ডানা বেয়ে নেমে আসে
বর্ণিল সন্ধ্যার ঈষৎ আঁধার
শহরের গলি, মহল্লায় ঘিঞ্জি পরিবেশেও
সাঁজ নেমে যায় কালো কাকের ডাকে
কা কা চিরচেনা নিয়মের জালে।
ওমনি স্বস্তির নিশ্বাস ফুঁকে দেয় কিছু পুরুষ
রাজনৈতিক মঞ্চ- চায়ের দোকানে
দলে দলে বসে যায় আড্ডায়; এপাড়া ওপাড়ায়
এখানেও দলাদলি আছে; ধরুন লাল নীল বেগুনী
যেন সবাই এক একজন প্রখর বাগ্মী
সকলে বলতে পটু; শুনতে নারাজ
তবু কেউ কাউকে শোনে, আবার শোনে না।
যদিও এইসব নিস্ফল আড্ডায় জন্ম হয় না
মাওলানা ভাসানী বা ফজলুল হক,
যেমনটা মধুর ক্যান্টিন থেকে ঘটে যায়
তবুও তৃণমূলে এরাই তো ভোটার, সমার্থক
এ যেন বহু বছরের পুরনো; বাঙালির ঐতিহ্য।
তবু তো এরা চেষ্টা করে রাজনীতিকে জানতে
চেষ্টা করে ক্ষুদ্র সমালোচনায় জাতিকে বুঝতে।
দেখিনি কখনো একে অপরে দ্বন্দ্ব সংঘাত
যেমন সন্ধ্যায় সূচনা এককাপ রং চা'য়ে
তেমনি শেষ হয়। সকালেই একসাথে কর্মে ফেরা;
সম্প্রীতির বার্তা বয়ে চলেছে এভাবে প্রতিটি প্রাণে।
এখন আর নেই- সেই চায়ের দোকানের মঞ্চ
হয় না অন্তহীন মুখ থেকে সে রাজনৈতিক গল্প
যেন অদ্ভুত ক্ষমতার বিভৎসতায় হারিয়ে গেছে সব ।
রচনাকাল: ১২।০৫।২০২০ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০১ জানুয়ারি ২০২২ ইং