শুনেছি শুধু দেখার সুভাগ্য হয়নি
তোমার যৌবন ছিলো কিন্তু চিরযৌবনা থাকেনি।
লোকে তোমার নামটাও আজ ভুলে গেছে
এমনি হয় রূপ-যৌবন ফুরিয়ে গেলে,
কেউ বলে বুড়ি কেউ বলে ভৈরব
এখন আর নেই তোমার সেই তেজদীপ্ত গৌরব।
লালসায় সবাই ব্যবহার করেছে তোমাকে শুধু
কেউ ভালোবাসে না, দেয় শুধু গালভরা থুথু।
একসময় যশোর শহরের বুকে তুমি ছিলে
সবার অন্তরে রূপবতী কন্যার বেশে,
এখন তুমি ভৈরব নও, শুধুই বুড়ি
বৃদ্ধা হয়ে গেছো, সত্যিই তুমি অনেক বুড়ি।
তোমার আবেদনময় অঙ্গে আজ জল নেই
তুমি এখন মৃত কঙ্কালসার,
দখলবাজের বিষময় থাবা তোমায় করেছে ডোবা
চলছে পাশবিক নির্যাতন অভিসার।
এখন আর বহে না তোমার স্রোত-শোভা
এখন বইছে শহরময় শুধু দুর্গন্ধের আভা।
ভৈরব তোমার রূপ-যৌবনে আর জোয়ার ওঠে না
এখন তুমি বৃদ্ধা, তোমাতে আছে শুধুই ভাঁটা।
রচনাকাল: ০১।০৪।২০১৭ ইং