বৃষ্টির আশ্চর্য সৌন্দর্যে জন্মে আবেগ
হৃদয়কে ভেজায় উচ্ছ্বাসে
বৃষ্টিমগ্ন শিশু-কিশোর, তরুণ-তরুণী
বৃষ্টি সবার, বয়সহীন বৃষ্টি
বৃষ্টির শব্দ ও স্পর্শে রয়েছে মাদকতা
প্রাণবন্ত করে সকল সৃষ্টি।
রচনাকাল: ০৮।০৬।২০২১ ইং
দৈনিক কালের চিত্র, ০২ জুলাই ২০২১ ইং