ঊষান কোনে হঠাৎ মেঘ ধেয়ে এলো
চারদিকে দ্রুত অন্ধকার ঘনিয়ে গেলো,
চৌত্রতে চৌচির, মাটি হয়েছিল ফেটে
মাঠের শস্য হাহাকারে এলোমেলো।
তারই আশায় হয়ে আছে অস্থির
মুহূর্তেই শুরু হলো অঝরে বৃষ্টি,
জানি আমি জানি, নিঃসন্দেহে
এটা মহান এক আল্লাহর সৃষ্টি।
বিরামহীন বৃষ্টির ঝমঝম প্রবল শব্দে
প্রকৃতি জেগে উঠেছে ছন্দে ছন্দে
মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে;
ত্বরা করে কৃষক ফিরছে ঘরে
কুয়াশার বেশে নদীর ওপার চরে
নীলাকাশ ধূসর মেঘে ছেঁয়ে আছে।
রচনাকাল: ০২।০৫।২০০৭ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন, ০৭ নভেম্বর ২০২০ ইং