তোমাকে দেখেছি সেদিন আমি
পথ বেয়ে একা চলছিলে-
বৃষ্টিভেজা দুপুর বেলায়
বৃষ্টির ফোঁয়ারা গড়িয়ে পড়ছিল
তোমার রাঙা পায়ের নিচে-
একথাও তো নয় মিছে
তুমি ছিলে সেদিন অপূর্ব সুন্দরী
অতঃপর করেছো এই মন চুরি।
আমি ছিলাম কিছু দূরে
বৃক্ষ জড়িয়ে আড়ালে চেয়ে,
রিমিঝিমি হাঁটছিলে তুমি
শূন্য সরু পথটি বেয়ে।
বৃষ্টিভেজা সেই দুপুরে-
তুমি ছিলে আমার হৃদয় জুড়ে।
কখনো মেঘলা গগনে
পাখির কিচিরমিচির লগনে,
উড়ছিলো সাদা বক ঝাঁকে-ঝাঁকে
আকাশ পথে হয়তো দূরের কোন বাঁকে।
বৃষ্টিভেজা সেই দুপুর বেলায়-
তুমি ছিলে আমার মনের আঙ্গিনায়।
রচনাকাল: ১৫।০৯।২০১১ ইং
সাপ্তাহিক শব্দের ভেলা- আসাম, ১৯ নভেম্বর ২০২০ ইং