একটিই জাতি, এ বিশ্ব অধরে
শুধু একটিই এ মাতৃ জঠরে,
ইতিহাসে সূর্য
রক্তস্নাত বীর্য-
ঢেলে জন্ম দিলো এক বর্ণমালা
মুক্তি পেলো ভাষা, মুক্ত কণ্ঠনালা।

বিক্ষোভে বিক্ষোভে মেতেছিলো ভাই
অ আ ক খ ধ্বনি শোনা যায় তাই,
রাজপথে রক্ত
শহিদের ভক্ত-
শেষ প্রায় আজ, অবহেলা করে
বাংলা ভাষা ও শহিদের পরে।

বাঙালি বাংলা ভুলেছে যে কেন?
রক্তে কেনা ভাষা, রস নেই যেন!
তুমি ইংরেজী-
বলো খুব তেজি,
তাতে নেই দোষ, সেটা খুব ভালো
প্রয়োজনে তুমি তার সাথে বলো।

তীক্ষ্ম দৃষ্টি দাও, বর্ণমালা চুপ
কতটা বিক্ষিপ্ত শব্দদের রূপ,
ওরা যেন আজ-
হারিয়েছে তাজ,
মলিন হয়েছে কতটা সৌরভ!
দেখ চেয়ে সেই অর্জিত গৌরব!

তোমরা বাংলা ভাষা ভালোবাসো
তোমরা বাংলাতে ইচ্ছে মত হাসো,
এই ভাষা জানে
শহিদের মানে,
বিক্ষোভ, মিছিল কী! এরাও জানে
মিছিলে নামবে আমাদের টানে।

রচনাকাল: ০৫।১২।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ১০ ডিসেম্বর ২০২০ ইং