ওগো মোদের মহান দয়াময় মালিক
যেমনি দিয়েছো তুমি এ মাটির দেহে প্রাণশক্তি,
করেছো পৃথিবীর কন্টকময় পথের পথিক;
তেমনি দিও তোমারে স্মরিতে শ্রদ্ধা-ভক্তি।
তোমার সীমাহীন দয়ার দান
রবে কিয়ামত অবধি অম্লান,
পবিত্র বরাতের রাত্রি
স্বর্ণ সিংহাসন ছেড়ে তুমি নেমে আসো প্রথম আসমানে;
কে আছো আমার নিকট ক্ষমাপ্রার্থী?
সমগ্র রাত্রি ডাকিবে স্বআহবানে।

ডাকিয়া বলিবে তুমি বান্দারে ফজর পর্যন্ত বারংবার
অধম আমরা করিয়াছি পাপের পাহাড়ে কর্ণ বধির,
ঘুমায়ে থাকিব ভুলে
তুমি ক্ষমার সাগর রহমতে নিয়ো তুলে।
বলিবে তুমি ওহে বান্দা কে আছো গুনাহগার?
কে আছো দায়গ্রস্ত কন্যাদিকের?
কে আছো মহাঋণী?
কে আছো অসীম অভাবী?
কে আছো অনাহারি গরীব?
আমার নিকট চাও, আমি মুক্ত করিব।

ওগো মোদের মহান করুনাময় মালিক
চাই না ওসব কিছু,
সদ্য ভূমিষ্ট শিশুর মত করে দিও মোদের বিবেক
আসমান চুমি পাপকে তুমি ধ্বংস করো শুধু।

রচনাকাল: ১০।০৫।২০১৭ ইং
দৈনিক ঘাঘট, ৩১ মার্চ ২০২১ ইং