আমাগের একটি গোলাপ বাগান ছিলো
গোলাপের চাষ হইতো
তাতে ফুল ছিলো ভরতি
সুবাস ছিলো পাগল করা
তাতে প্রেমও ছিলো গিন্নি গোলাপির চাহুনির মতন।
মানুষ এখনো গোলাপ বাগান বইলেই জানে
কিন্তু... কিন্তু তাতে এখন গোলাপ চাষে নিষেধাজ্ঞা
গোলাপ যত্নে নেই দিনমজুর সুমন্ত দাদাও,
সেখানে এখন কাওরা খোকন'রা শুয়োর চরায়
বাগান ভইরে ফ্যালাইছে বনকচুর আবাদে।
গোলাপ বাগান যারা সাজায়ে-গুছায়ে রাখতো
অথবা রাখার যোগ্য আছিলো
তারা এখন কেউ কবরে বা গুমের খবরে
কেউ পঁচতেছে আয়না ঘরের দূর্বিসহ আন্ধারে
কেউ রইয়েছে বোবা কান্নায় অস্থির।
তাতে কী আসে যায়!
কটকটি ডাইনির খালাতো বোন সখিনাও
শিখে গেছে ফুল বাগান কিভাবে দৈত্যে ভরতি হয়,
তাজা তাজা ফুলগুলো পা'য়ে পাড়াতি হয়
হাহাকারে কাঁন্দে গোলাপ চাষীরা, বনকচুর যন্তনায়।
২৩.০৮.২০২২ ইং
সাপ্তাহিক ডাহুক-কাব্য সমাজ, ২৯ আগস্ট ২০২২ ইং
দৈনিক ইনকিলাব, ২৩ সেপ্টেম্বর ২০২২ ইং