বলবে না কেউ আর ঘরে থাকো,
ঘরে থাকো
সময় হয়েছে আবার,
আবার সময় হয়েছে- পাড়া-মহল্লা, রাস্তায়, শহরের অলিগলি, ফুটপথ, কলকারখানা, গার্মেন্টস, শপিংমলে যাওয়ার।
এখন থেকে বলবে না কেউ আর ঘরে থাকো,
নিরাপদে থাকো
হ্যাঁ, দায়িত্বটা এখন থেকে নিতে হবে তোমাকেই;
মৃত্যুর জয়গান গাইবে আর কত?
যদিও, প্রথম থেকেই ছিলে কাণ্ডজ্ঞানহীন!
নিজ স্বার্থ বিরোধী
শুধু এই একটি জায়গায়।
রচনাকাল: ০৫।০৫।২০২০ ইং
দৈনিক গণমাধ্যম, ০৬ মে ২০২০ ইং