১.
সাদা মেয়ের কদর বেশি সবাই চাই হোক সে বধূ
কালো মেয়ে সয় না কারো সেতো হবে ঝি শুধু,
কালো শিশু নেয় না কোলে
সাদা আবার কেউ না ভোলে
কী জানি কী বুঝি নারে সাদা'য় আছে কী মধু!

২.
কোটিপতির দুলালী ঘর ছাড়লে ঘুরতে গেছে
গরিব হলে বেরোয় গেছে, নয়তো কথা মিছে
মামণি ঠিক হয়নি এটা
আর মুখপোড়ার মুখে ঝাটা,
ধনী-গরিব বৈষম্যতে দেশটা গেছে পিছে।

৩.
বিদ্যুৎ বড় প্রয়োজনের বুঝে গেছে সরকার
হোক সে গ্রাম কিংবা শহর সব খানেতে দরকার,
বৈষম্য ভাই চলছে তবু
সমাধান এর নেই কি কভু?
সমবণ্টন চাই যে আমরা এটাই হলো আবদার।

৪.
কী আর বলব দুঃখের কথা বন্যা এলো দ্বারে
গ্রীষ্মে শুকায়, বর্ষায় ভাসায় কী যে বলি তারে!
কপাট লাগায় কপাট খোলে
মোদের কপাল তেমনি দোলে
নানান রকম বৈষম্যতে দূর্বল পিষে মারে।

রচনাকাল: ২০।০৮।২০১৭ ইং
সাপ্তাহিক শব্দের ভেলা, ০৯ নভেম্বর ২০২০ ইং