হেমন্তের বিদায় কালে
শীতের আগমনে,
প্রকৃতির শীতল হাওয়া
স্পর্শ করেছে মনে।

শীতের বিকাল বেলা
পথ বেয়ে আমি চলছিলাম একা,
হঠাত সামনে ফিরে
বহুরূপী সেই মেয়েটার দেখা।

অপূর্ব তার চেহারা
চোখ দুটো তার টানা,
অবাক হয়ে তাকিয়ে ছিলাম
নামটা হয়নি জানা।

তাকে বলতে পারিনি চুপি
ভালোবাসি তোমায়-
ওগো বহুরূপী।
    
রচনাকাল: ০৫।১২।২০০৯ ইং
মেহেরপুর প্রতিদিন, ২৪ অক্টোবর ২০২০ ইং
দৈনিক যুগের আলো, ১০ সেপ্টেম্বর ২০২৩ ইং