আজ বহুদিন পর কথা হলো তার সাথে
বহুযুগ পুরনো সে চাঁদের মতই চেনা।
শীত সকালের বুকে সোনালী রোদ্দুর স্পর্শে
শিশির ভেজা ঘাসের মতই চিকচিকে সে,
মেঘময় কমলতা তাঁর অবয়ব ঘেসে
হারিয়ে যেত দিগন্তে স্বপ্নস্নাত দ্বীপে এসে।
রক্তাক্ত হয়েছে হোক, অনুভূতির আঁচড়ে
অদৃশ্য হৃদয়পিণ্ড শতরূপে শতবারে।
রচনাকাল: ৩০।০৭।২০১৮ ইং
দৈনিক বাংলা, ৩০ এপ্রিল ২০২১ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল, ০৮ মে ২০২১ ইং